আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

কলরবের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ: সংগঠনটি গিলে খাচ্ছে বদরুজ্জামান ও ফেরদৌস

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ৩১ জুলাই, ২০২৫   ০৬:৪৭ পিএম
webnews24
ছবি : সংগ্রহীত
বদরুল বিন আফরোজ

জনপ্রিয় ইসলামী সংগীত দল “কলরব” এখন শুধুমাত্র একটি সংগীত পরিবেশনার দল নয়, বরং একটি ভয়ঙ্কর দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে,এমনই গুরুতর অভিযোগ তুলেছে সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম আল্লামা আইনুদ্দীন আল আজাদ-এর পরিবার।

আজ ঝিনাইদহ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন মরহুম আজাদের বড় ভাই মো. শামসুল আলম। তিনি বলেন: “কলরব আমার ভাইয়ের স্বপ্নের সংগঠন ছিল। নিষ্ঠা ও শ্রমে গড়ে তোলা এই সংগঠনটি এখন লুটপাটের যন্ত্রে পরিণত হয়েছে। প্রতিষ্ঠাতা না থাকায় তার সৃষ্টি দখল করেছে একদা অফিস বয় বদরুজ্জামান ও তার ঘনিষ্ঠ সহযোগীরা।”

গোপনে আয়, প্রকাশ্যে লুটপাট
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজাদের মৃত্যুর পর কলরবের গজলগুলো মোবাইল ফোনে কলার টিউন ও রিং ব্যাক টিউন হিসেবে ব্যবহার করে বিপুল অর্থ উপার্জিত হয়। অথচ আজাদের পরিবার কখনোই সেই আয়ের কোনো হিসাব পায়নি। বরং সংগঠনের যাবতীয় মিডিয়া প্ল্যাটফর্ম এবং আয়-উপার্জনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন বদরুজ্জামান। “হলিটিউন” নামে তার ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে কলরবের স্পন্সরশিপ, ইউটিউব, ফেসবুক এবং কনটেন্ট আয়ের সব অর্থ সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন পরিবার সদস্যরা।

স্মৃতি ও শ্রমের অপব্যবহার
সংগঠনের বর্তমান নির্বাহী পরিচালক বদরুজ্জামান ও প্রধান পরিচালক রশিদ আহমদ ফেরদৌসের বিরুদ্ধে অভিযোগ, তারা শুধু অর্থ আত্মসাৎ করেননি, বরং কলরবের প্রতিষ্ঠাতার স্মৃতি ও জনপ্রিয়তাকে ব্যবহার করে নিজেদের স্বার্থে একটি নতুন মিডিয়া সাম্রাজ্য গড়ে তুলেছেন।

কলরবের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নাম পর্যন্ত বদলে “হলিটিউন” রাখা হয়েছে। আর পুরো সিন্ডিকেটটি পরিচালিত হচ্ছে মাসোহারা, উপহার এবং হুমকির মাধ্যমে,যাতে কেউ মুখ খুলতে না পারে।

পরিবারের বঞ্চনা ও মানবেতর জীবন
আজাদের স্ত্রী উম্মে হাবিবা বলেন: “আমার সন্তানরা আজ এতিম। কলরবের প্রতিষ্ঠাতার সন্তান হয়েও তারা কোনো সম্মান, অধিকার বা আর্থিক সহায়তা পাচ্ছে না। বরং যারা একসময় অফিস বয় ছিলেন, তারা আজ ফ্ল্যাট, গাড়ি ও প্রোডাকশন হাউজের মালিক।”

সংগঠনের আয় বছরের পর বছর বেড়ে চললেও সেই আয়ের কোনো অংশ পরিবারের জন্য বরাদ্দ করা হয়নি। আজাদের পরিবার অভিযোগ করে, সংগঠনের নামে কোটি কোটি টাকা আয় হলেও সেটির কোনো স্বচ্ছ হিসাব নেই। এই অর্থেই ঢাকায় একাধিক ফ্ল্যাট, কোম্পানি, এমনকি প্রবাসে হেলিকপ্টার পর্যন্ত কেনা হয়েছে বলে দাবি করা হয়।

প্রতিষ্ঠার ইতিহাস ও বর্তমান অবস্থা
২০০৪ সালে ইসলামী শিল্পীগোষ্ঠী কলরব প্রতিষ্ঠা করেন আইনুদ্দীন আল আজাদ। ২০১০ সালে এক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করলে, বদরুজ্জামান ও রশিদ আহমদ ফেরদৌস নেতৃত্ব গ্রহণ করেন।

পরিবারের দাবি ছিল, সংগঠন থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ আজাদের স্ত্রী ও সন্তানদের প্রদান করা হবে। কিন্তু আজ পর্যন্ত পরিবার কোনো অর্থ পায়নি, বরং সকল সম্পত্তি ও আয় নিজেদের নামে লিখে নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আজাদের স্ত্রী উম্মে হাবিবা, ছেলে গালিব বিন আজাদ, শ্বশুর গোলাম নবী, বড় মামা সাইফুল ইসলাম, এবং ছোট মামা শহিদুল ইসলাম।

কলরব
ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ভুল রাজনীতির বয়ান' নিয়ে তুমুল প্রতিক্রিয়া