আপনার মন্তব্য পাঠাতে ফর্মটি ব্যবহার করুন৷
আপনার বার্তা
বিষয়
আপনার বার্তা
আপনার নাম
নামের শেষাংশ
লিঙ্গ



ইমেল ঠিকানা
শহর
দেশ

আজাদ মিয়ার মায়ের সুস্থতা কামনায় ফ্রান্সে দোয়া মাহফিল অনুষ্ঠিত

User Image
  ওয়েব নিউজ
প্রকাশিত - ৩০ জুলাই, ২০২৫   ১১:৫২ পিএম
webnews24
ছবি: || ওয়েব নিউজ
আন্তর্জাতিক ডেস্ক

লিগ্যাল এইড ফ্রান্স-এর প্রেসিডেন্ট আজাদ মিয়ার মায়ের রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক হৃদয়ছোঁয়া দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গত ২৯ জুলাই মঙ্গলবার, সন্ধ্যা ৮টায়, লিগ্যাল এইড হলরুমে।

দোয়া পরিচালনা করেন ফ্রান্সের বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়ে-র খতিব মাওলানা নুরুল ইসলাম। দোয়ায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সালেহ আহমেদ চৌধুরী – প্রধান খাদিম, বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়ে,আজহারুল হক মিন্টু – ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ জামে মসজিদ ওভারভিলিয়ে,আব্দুল মালিক মানিক – সাবেক সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ ফ্রান্স,শামীম মুহাম্মদ মোল্লাহ – ট্রেজারার, গ্রান্ড মস্ক দু পন্তা ফ্রান্স,মুফতি মাওলানা হাবিবুর রহমান – সভাপতি, তাফসিরুল কোরআন পরিষদ ফ্রান্স,মাওলানা জিল্লুর রহমান – মুহতামিম, বাংলাদেশ কমিউনিটি মাদ্রাসা, ফ্রান্স,হাফেজ সাইফ – সাংগঠনিক সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ ফ্রান্স,আব্দুস শহীদ ইমাম – খতিব, লা কর্ণভ জামে মসজিদ ফ্রান্স,হাফেজ ওয়াহিদ – সভাপতি, ওলামা পরিষদ ফ্রান্স,হাফিজ দুলায়েৎ, হাফেজ রায়হান, মাওলানা শামীম আহমেদ,তাইজুল ফয়েজ ও তাজ উদ্দিন – সভাপতি, ইউরো বাংলা প্রেস ক্লাব ও ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্স,হাজি কাওছার দুদু – প্রধান উপদেষ্টা, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স,আমিনুর রশিদ লেচু – সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা হেল্পিং হ্যান্ডস ফ্রান্স,কবির আহমেদ – ভাইস প্রেসিডেন্ট, একই সংগঠন,ইসলাম উদ্দিন – সাধারণ সম্পাদক, তাফসিরুল কোরআন পরিষদ,আসলাম উদ্দিন ও জিল্লুর রহমান – সাবেক ভাইস প্রেসিডেন্ট, গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদ,সেলিম আহমেদ ও কানুন রশিদ – বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী,আব্দুল আহাদ – প্রচার সম্পাদক, শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্স,লায়েক আহমেদ তালুকদার – দপ্তর সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স,সাদিকুর রহমান, সাঈদ আহমেদ, অপু আহমেদ – কমিউনিটি ব্যক্তিত্ব,জাহিদুল ইসলাম সোহাগ – ডিরেক্টর, লিগ্যাল এইড ফ্রান্স,সালাউদ্দিন আহমেদ – সদস্য, লিগ্যাল এইড ফ্রান্স,শাহিনুর রহমান আশরাফ – প্রচার সম্পাদক, জালালাবাদ এসোসিয়েশন,মামুন মাহিন – ফ্রান্স প্রতিনিধি, নিউজ ২৪ বাংলাদেশ,আফ্রাদ আহমেদ, আজাদ আনসারী, খোকন আহমেদ সহ আরও অনেকে।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আজাদ মিয়ার মায়ের পাশাপাশি সকল অসুস্থদের দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।

দোয়া মাহফিল শেষে সবার মাঝে সিলেটের ঐতিহ্যবাহী তুষা শিরনী (হালুয়া) তোবারক হিসেবে বিতরণ করা হয়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
কূটনৈতিক সংকেত নাকি জনমত প্রতিফলন?